নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা বিব্রতকর উল্লেখ করায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্কৃতি উপদেষ্টা কি বলেছেন জানি না। তিনি যা বলেছেন সেটি তার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।
তিনি আরও বলেন, শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটি নিরীহ লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করে সে ব্যবস্থা অবশ্যই নেব। উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শেষ হয়নি।
নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নামে মামলা থাকলে আপনি কি করবেন? বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন। বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে তাদের আটকানো হয়।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আগামী ২২মে ফের তার জামিন শুনানির জন্যে দিন ধার্য করা হয়।
এর আগে এদিন সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা। সেই পোস্টে তিনি বলেন,“আমি সাধারণত মন্ত্রণালয়ের বাইরে কোনো বিষয়ে মন্তব্য করি না। তবে আমার একটি পরিচয় আছে—আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং কিছুদিন পর আবার সে জায়গায় ফিরেও যাবো। সেই জায়গা থেকেই বলছি, নুসরাত ফারিয়ার গ্রেফতার আমাদের জন্য একটি বিব্রতকর ঘটনা হয়ে থাকলো।”
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com