ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ‘ম্যাজিক সিজ’ নামের একটি বাণিজ্যিক জাহাজে জোরালো হামলার দাবি করেছে। বাহিনীর ভাষ্যমতে, জাহাজটির গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত একটি বন্দর। হামলায় ড্রোনবোট, ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আকাশচালিত ড্রোন ব্যবহার করা হয়।
সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দফা বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানায়, ইসরায়েলি জাহাজ চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় তারা এই হামলা চালিয়েছে। জাহাজটি সতর্কতা অগ্রাহ্য করে চলতে থাকায় একযোগে সমুদ্র ও আকাশ থেকে হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, “নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে এবং দখলদার ইসরায়েলি বন্দর ব্যবহারে বাধা দিতেই এই আক্রমণ চালানো হয়েছে।”
হামলার পর জাহাজটিতে পানি ঢুকে পড়ে এবং সেটি এখন ডুবে যাওয়ার পথে বলে দাবি করা হয়। তবে মানবিক দিক বিবেচনায় জাহাজে থাকা ক্রুদের নিরাপদে চলে যেতে দেয়া হয়েছে বলেও জানায় ইয়েমেনি বাহিনী।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com