চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বোর্ড থেকে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় কুমিল্লা শিক্ষাবোর্ড ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।
এ সময় তিনি জানান, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেন । তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ পাসের হার। জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।
ফলাফল পর্যালোচনায় দেখা গেছে গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ও জিপিএ - ৫ কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ এবং জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ এবং শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮টি।
এ বছর মাত্র ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com