মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল রবিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাজাহান মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলকান্ত ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুধীর চন্দ্র মল্ল বর্মন, মাহফুজুর রহমান, আবদুল মন্নান মেম্বার।
বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবু ইউসুপ, ফরিদ উদ্দিন, পান্না বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরা লাল দেবনাথ, একেএম এহছানুল হক, মনিরুল ইসলাম মিয়াজী, করিম হায়দার, গোপাল চন্দ্র সিংহ, আ ন ম জোবায়ের হোসেন, পরীক্ষার্থীদের পক্ষ থেকে হৃদয় দেবনাথ, আরিফুর রহমান, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নুশরাত জাহান মিয়াজীসহ আরো অনেকে। মানপত্র পাঠ করেন নাজমুন নাহার নিপা। পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com