জামায়াতে ইসলামীর সমাবেশের জন্য চারটি ট্রেন ভাড়া দিয়ে প্রশ্নের মুখে পড়া রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, এতে নিয়ম ভঙ্গ করা হয়নি। অতীতে রাজনৈতিক সমাবেশে জন্য ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। জামায়াতকে ট্রেন ভাড়া দিয়ে ৩২ লাখ টাকা আয় হয়েছে। যেসব ট্রেনের সাপ্তাহিক ছুটি শনিবার, সেগুলোই ভাড়া দেওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ হবে না।
শুক্রবার সন্ধ্যায় রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব কথা জানানো হয়।
জানা যায়, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াত। নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের জন্য রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে চারটি ট্রেন ভাড়া করেছে দলটি।
রেলের চিঠিতে জানা গেছে, ট্রেনের সব আসনের জন্য ভাড়া ছাড়াও সার্ভিস চার্জ, ইঞ্জিন ব্যবহারের ফি পরিশোধ করেছে জামায়াত। রেল কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ট্রেন রিজার্ভ করায় নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০ শতাংশ বেশি টাকা দিয়েছে জামায়াত।
এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠায় রেল মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। এ ধরনের কর্মসূচির জন্য ট্রেন ভাড়া দেওয়া রেলওয়ের নিয়মিত কাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিনা দিলে, সমাবেশের দিনে নিয়মিত ট্রেনে টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। টিকিট না পাওয়ায় রাজনৈতিক নেতাকর্মীদের বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায়। এতে রেল আয় বঞ্চিত হয়। বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়ায়, নেতাকর্মীরা ওই ট্রেনে ভ্রমণ করতে পারেন। এতে রেলওয় আয় করতে পারে, অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীরা ভোগান্তি থেকে পরিত্রাণ পান। ট্রেন ভাড়া দেওয়া রেলওয়ের বাণিজ্যিক সিদ্ধান্ত। এর সঙ্গে দলীয় রাজনীতির সম্পর্ক নেই।
২০২৩ সালের জানুয়ারিতে রাজশাহী এবং যশোরে সমাবেশের জন্য আওয়ামী লীগকে আটটি ট্রেন ভাড়া দিয়েছিল রেলওয়ে। জামায়াতকে ভাড়া দেওয়া চারটি ট্রেনের শনিবার অফ-ডে থাকায়, তা ভাড়া দেওয়া হয়েছে জানিয়ে রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াত ইতিমধ্যে ৩২ লাখ টাকা ভাড়া আগাম পরিশোধ করেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com