মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্বজোড়কানন ইউনিয়নের লালবাগ মাদ্রাসা মাঠে রবিবার বিকেলে চুরি,ডাকাতি,মাদক ও চোরাচালান বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডল, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা জাহান উপমা।
প্রধান অতিথি সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, মাদক একজন মানুষকে শারীরিক ও মানুষিকভাবে ধ্বংশ করে দেয়। প্রশাসনের একা পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলের জন্য প্রয়োজন প্রশাসনের সাথে সমাজের সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা। সর্বপ্রথম পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। ছেলে মেয়েরা ঠিকমত পড়াশুনা করছে কিনা, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সে ব্যাপারে অভিভাবকদের সর্বদা সচেতন থাকতে হবে। বক্তারা আরো বলেন, যারা মাদক ব্যবসার সাথে জড়িত যে’ই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। যেখানে’ই মাদক সেবনকারী ও ব্যবসায়ী দেখবেন সাথে সাথে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিবেন। মাদকের ব্যাপারে কারো সাথে কোন প্রকার আপোষ নেই।
পূর্বজোড়কানন ইউনিয়নের চেয়ারম্যান এম হারিছ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম রিপন এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন কোটবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাহিদ আহমদ, পরিকল্পনা মন্ত্রীর এপিএস মিজানুর রহমান, মথুরাপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার গোপাল সিংহ,সদর দক্ষিণ মডেল থানার এস.আই ফরিদ,উপজেলা আ’লীগ নেতা হাজী আব্দুল মমিন,স্থানীয় সমাজসেবক ডাঃ আফাজ উদ্দিন, মতিউল ইসলাম,আঃ মতিন,দেলোয়ার মেম্বার।এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com