রাজধানীর মিরপুরের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ অন্যান্যদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী বহিষ্কৃত ‘সমন্বয়ক’ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে কাউকে গ্রেপ্তারের ব্যাপারে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শুনা যায়, ডিএমপি থেকে নির্দেশনা আছে যে কাউকে গ্রেপ্তার করতে হলে মামলা থাকতে হবে এবং সে অনুযায়ী প্রমাণ থাকতে হবে।
এক পর্যায়ে কাউকে পাকড়াও করার ব্যাপারে রিয়াদ বলেন, একটা কথা উচ্চারণ করতেছি না—আমরা তো অন্য কোনো জায়গায় হলে প্রথমত গায়ে হাত দিই। উনাকে (যাকে গ্রেপ্তারের দাবি) ওপর থেকে নিচে নামিয়েছে, কেউ খারাপ ব্যবহার করেনি।
এ ঘটনা ভিডিও করার ব্যাপারে তিনি বলেন, ‘ভিডিও করুক, করলে কী হয়েছে? ভিডিও করতে পারেন।’
গত শনিবার (২৬ জুলাই) রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে গ্রেপ্তার হোন রিয়াদ। তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com