মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ৪৮ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দুপুরে হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মিজানুর রহমান। তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। অতীতের তুলনায় বর্তমানে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সম্মান জনক অবস্থান সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, বহুতল ভবন ও সুন্দর চেয়ার-টেবিল দিয়ে ভালো প্রতিষ্ঠান নির্বাচিত হয়না। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে প্রয়োজন একজন দক্ষ শিক্ষক। নিবেদিত শিক্ষকরা’ই পারেন একটি প্রতিষ্ঠানকে উন্নত শিখরে পৌঁছাতে। তাই শিক্ষার্থীদের সর্বদা শিক্ষকদের পরামর্শ অনুযায়ী লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তার লক্ষ্যে ড. মিজানুর রহমান তাঁর শ্বশুর আব্দুল জব্বারের নামে ট্রাষ্ট গঠন করে ১ লাখ অনুদান দেন এবং হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের গভর্ণি বডি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল নাসের,মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সহকারী পরিচালক শফিকুল ইসলাম,আবুল খায়ের মুন্সি,সদর দক্ষিণ দূর্নীতি দমনের এ.টি.এম ইউনুস,স্বাগত বক্তব্য রাখেন হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আবু তাহের, বক্তব্য রাখেন দাতা সদস্য মোঃ মফিজুল ইসলাম,কো-অপ সদস্য শফিকুল আলম। এ সময় ২২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম মজুমদার,সালাহ উদ্দিন আহমেদ,সাংবাদিক ফিরোজ মিয়া, প্রফেসর আজহারুল ইসলাম ভূঁইয়া,পদুয়ার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্ণি বডি সভাপতি গাজী ছাদেকুর রহমান,হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান বাবুল হোসেন,পদুয়ার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নাসিমা আক্তারসহ ছাত্র-ছাত্রী,অভিভাবক ও গভর্ণি বডি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মাইনুদ্দিন খন্দকার ও আনোয়ার হোসেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com