কুমিল্লার সদর দক্ষিণে দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুলসংলগ্ন এলাকার একটি ভবনের কক্ষ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
নিহত দুলাল মিয়া কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের বড় দুর্গাপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে। চাঁদপুর এলাকায় তার একটি ওয়ার্কশপের দোকান রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক দম্পতিকে আটক করা হয়েছে।
নিহতের স্বজনেরা জানান, প্রতিদিন রাতেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন দুলাল মিয়া। তবে শনিবার রাতে তিনি আর ফেরেননি। ভোর থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে তার ওয়ার্কশপের পেছনের একটি ভবনের কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল লাশটি।
নিহতের পরিবারের দাবি, দুলাল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ভাড়াটিয়া ইমন ও তার স্ত্রী সুমিকে পুলিশ আটক করেছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, নিহত দুলালের মাথায় আঘাতের চিহ্ন ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক৷ ভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার কারণ ও প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com