বাংলাদেশ যেন কোনোদিনও চরমপন্থা বা মৌলবাদের আশ্রয়স্থল না হয়ে ওঠে, সেটিই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের আত্মত্যাগের দায় শোধ করার সময় এসেছে, আর এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার সন্ধ্যায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের সঙ্গে বিএনপির এক মতবিনিময় সভায় তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা আয়োজন করে বিএনপির মিডিয়া সেল।
তারেক রহমান বলেন, “স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কবি-সাহিত্যিকদের অবস্থান ও বিএনপির অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা বিশ্বাস করি, এই দেশ কোনো দিন মৌলবাদী বা চরমপন্থার ঘাঁটি হবে না। সেটিই আমাদের প্রত্যাশা এবং আমাদের লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন, মানুষের ভোটাধিকার, বাক্স্বাধীনতা ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে একত্রিত হতে হবে।
সভায় কবিতা পরিষদের উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম বক্তব্যে কবি-সাহিত্যিকদের ‘আগ্নেয়গিরির’ সঙ্গে তুলনা করে বলেন, তাদের কলমের লাভা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নুরুল ইসলামের বক্তব্যের ভিন্নতা প্রকাশ করে বলেন, “আগুনের কথা না বলে এখন ফুলের সৌরভের কথা বলা উচিত। গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার বার্তা কবিতা ও সাহিত্য থেকে ছড়িয়ে দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় অনেক কলমজীবী নীরব ছিলেন, স্বৈরাচারের সেবা করেছেন। জনগণের পক্ষের কবি-সাহিত্যিকদের দায়িত্ব হলো আবারও কলমকে জাগিয়ে তোলা।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বহু কবি-সাহিত্যিককে মূল্যায়ন করা হয়নি, বরং অনেকে হুমকির মুখে ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, যারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে মত দেন, তারা আসলে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক শত্রু। তাদের প্রতিহত করতে হবে।
এ ছাড়া বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা মাহদী আমিন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, সম্পাদক আবু সাঈদ খান, কবি মতিন বৈরাগী, অনামিকা হক, এ বি এম সোহেল রশীদ, শ্যামল জাকারিয়া ও নুরুন্নবী সোহেল প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com