বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়, সেবাকে অগ্রাধিকার দিতে হয়। কেউ যদি কেবল অর্থ উপার্জনের আশায় রাজনীতি করেন, তবে বিএনপিতে তার কোনো স্থান নেই।
রোববার (২৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট করে জানান, “পকেট ভরতে চাইলে বিএনপি থেকে বিদায় নিতে হবে। কারণ, তারেক রহমান এ বিষয়ে খুবই কঠোর।”
তিনি আরও বলেন, “আগামী অক্টোবর-নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। আসার আগে তিনি দেশকে সাজাতে নানা পরিকল্পনা করছেন। দুর্নীতি রোধ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি কার্যকর উদ্যোগ নিতে চান। আমরা তার আগমনের অপেক্ষায় আছি।”
উপজেলা সদর হাজিরহাট বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নুরুল হুদা চৌধুরীকে সভাপতি, গোলাম কাদেরকে সিনিয়র সহসভাপতি এবং এম দিদার হোসেনকে সদস্যসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com