কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয় পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি উঠিয়ে নেওয়া হয়। বিক্ষোভ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন হলো কুমিল্লা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য প্রস্তাবিত হয়েছে। দীর্ঘদিন সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। এছাড়া সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রাণহানিসহ মানুষের অঙ্গ হানি হচ্ছে। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই সড়ক নিরাপদ করতে দ্রুত মেরামত করা দরকার। আমরা চাই, খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হোক। আমাদের দাবি মেনে না নেওয়া হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন— ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অন্যান্যরা
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com