মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত সোমবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মর্তুজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার নাজির আহামেদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মজুমদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আউয়াল বিএসসি, মোরশেদ আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য খোরশেদ আলম, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ জসিম উদ্দিন, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নওশাদসহ আরো অনেকে। পরে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করেন নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা অহিদুর রহমান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com