কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক মিয়া (৫৩) অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।
তিতাস ও দাউদকান্দি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনী তিতাস থানা পুলিশ রোববার (২ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহপুর এলাকার সাদেক বেপারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে ফারুক চেয়ারম্যানকে গ্রেফতার করে।
গ্রেফাতারকৃত ফারুক চেয়ারম্যান উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। এ সময় সদেকের বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ১টি পাইপগান ও ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
একই রাতে শাহপুর উত্তরপাড়ার জজ মিয়ার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৪ রাউন্ড সীসার কার্তুজ উদ্ধার করা হয়।
তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ্ বলেন, উপজেলার শাহপুর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ফারুক মিয়াকে অস্ত্র-আইনসহ মোট ২টি মামলায় সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com