পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন (৫০)। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্রে নাম পাওয়া যায় তারিক সাঈফ মামুন, বাড়ি লক্ষ্মীপুর।
মামুনের পরিবার জানায়, তিনি রাজধানীর বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন এবং সেদিন সকালে আদালতে হাজিরা দিতে বের হয়েছিলেন। পথে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
মামুনের স্ত্রী বিলকিস আক্তার বলেন, “আমরা ধারণা করছি, সানজিদুল ইসলাম ইমনের লোকজনই আমার স্বামীকে হত্যা করেছে। এর আগেও তারা একাধিকবার হত্যার চেষ্টা করেছিল।”
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্পাঞ্চলে তারিক সাঈফ মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। তখন সেই গুলি লেগে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল গুরুতর আহত হন এবং কয়েক দিন পর হাসপাতালে মারা যান।
পুলিশ জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন ও তারিক সাঈফ মামুন একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় ‘ইমন-মামুন’ বাহিনীর নেতৃত্ব দিতেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মামুন। তিনি টিপু হত্যা মামলার আসামি ছিলেন। ২০২৩ সালেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দ্রুত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”
কোতোয়ালি থানার এসআই মো. ইয়াসিন জানান, “গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন। খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com