ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। পাশাপাশি ট্রাইব্যুনালের নিজস্ব ফেসবুক পেজেও রায় প্রচার করা হবে।
রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই শাখায় অন্য মামলার বিচারিক কার্যক্রম চললেও সোমবারের রায়কে সামনে রেখে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, ট্রাইব্যুনাল-১ থেকে রায় ঘোষণা করা হবে। তিনি বলেন, “শেখ হাসিনার রায় বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সরাসরি প্রচার হবে। বিশ্বজুড়েই এটি দেখবে মানুষ।” সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনেও রায় সম্প্রচার করা হবে।
তিনি আরও বলেন, নারীর ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কার্যকরের ইতিহাস বাংলাদেশে না থাকলেও শেখ হাসিনা “নারী হিসেবে কোনো অনুকম্পা পাবেন না।” রায়ের পর সাজা হলে পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলেও জানান তিনি।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com