কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মায়ের কুলখানির দিনই মারা গেছেন একমাত্র ছেলে। তিন দিনের ব্যবধানে মা ও সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধূশিয়া এলাকায়।
মারা যাওয়া ব্যক্তির নাম মানিক মিয়া (৫৫)। তিনি ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে মারা যান মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫)। তার কুলখানি অনুষ্ঠান ছিল গতকাল বুধবার (২৬ নভেম্বর)। কুলখানি উপলক্ষে সকাল থেকেই বাড়িতে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর ভিড় ছিল। সারাদিন কুলখানির আয়োজনে অত্যন্ত ব্যস্ত সময় কাটান মানিক মিয়া।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মানিক। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ বিষয়ে বলেন, ‘সন্ধ্যায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মায়ের কুলখানিতে একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তিন দিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com