রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় আসছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। দুপুরে হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার আগ্রহ জানিয়েছে। তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড আজ যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞদের সঙ্গে রোগীর অবস্থা পর্যালোচনা করবে। যদি বোর্ড মনে করে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে এবং তিনি ট্রান্সফারযোগ্য অবস্থায় থাকেন, তাহলে যথাসময়ে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে।
তিনি স্পষ্ট করে বলেন, এ মুহূর্তে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই। রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং তাঁকে ভর্তি করা হয়। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ‘স্পেশাল কেয়ার’-এ রাখা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com