আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার ‘প্রাক্তন’ স্ত্রী সাবিকুন নাহার বিচ্ছেদের মাসখানেকের মধ্যেই আবারও দাম্পত্য জীবনে ফিরেছেন। গত ২১ অক্টোবর তাদের মধ্যে তালাক হয়, আর নতুন করে বিয়ে সম্পন্ন হয় ডিসেম্বরের শুরুতে। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন সাবিকুন নাহার নিজেই।
তালাকের পর আবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে এক কমেন্টে সাবিকুন নাহার লিখেছেন, তাদের মধ্যে ‘চিরস্থায়ী তিন তালাক বায়েন’ হয়নি; বরং এটি ছিল স্ত্রী কর্তৃক ‘খুলা তালাক’। ইসলামী বিধান অনুযায়ী খুলা তালাকের ক্ষেত্রে উভয়ের সম্মতিতে যেকোনো সময় নতুনভাবে বিয়ে করে সংসার শুরু করার সুযোগ থাকে—আর তাদের ক্ষেত্রেও তাই হয়েছে।
তিনি উল্লেখ করেন, “ওয়ামা আ’লাইনা ইল্লাল বালাগ”— অর্থাৎ সত্য বিষয়টি মানুষকে জানানোই দায়িত্ব। পরবর্তীতে এক ফেসবুক পোস্টে তিনি শুধু “আলহামদুলিল্লাহ!” লিখে নতুন জীবনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com