উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) বিশেষজ্ঞ চিকিৎসকদের ১৪ সদস্যের প্রতিনিধিদলসহ লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত থাকলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির আরেক সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে কাতার থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এ যাত্রায় চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দলসহ মোট ১৪ জন সদস্য থাকবেন।
এদিকে খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার কারণে তাঁর চিকিৎসায় দেশি চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ইতোমধ্যে যুক্ত হয়েছে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে আরও আছেন জোবাইদা রহমানসহ বিদেশি বিশেষজ্ঞরা।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, চোখের সমস্যা এবং লিভারের ক্রিটিক্যাল অবস্থাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।
গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট মুক্তি পাওয়ার পর তিনি চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন।
এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর থেকেই তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com