কামালকে ফিরিয়ে দেবে ভারত, পরিস্কার জানালেন প্রেস সচিব

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জেনে–বুঝেই এ তথ্য দিয়েছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে অনভিজ্ঞতা প্রকাশ করলেও কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন হবে বলে দৃঢ় অবস্থান জানান প্রেস সচিব।

বুধবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে এ বিষয়ে পরিস্কার করেন প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামি বিনিময়ের সুযোগ রয়েছে। তবে চুক্তির বিভিন্ন শর্তের কারণে প্রক্রিয়াটি পুরোপুরি সহজ নয়।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব জানান, গুম-খুনসহ গত ১৫ বছরের গুরুতর অপরাধের হোতা ছিলেন কামাল— এমন অভিযোগের ভিত্তিতেই তাঁকে ফেরানো হবে।

অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো লিখিত তথ্য তাঁর কাছে নেই। ফলে প্রেস সচিবের বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে— বিষয়টি কি শুধু সোশ্যাল মিডিয়ার মন্তব্য, নাকি পেছনে রয়েছে সরকারের আরও পদক্ষেপ? শফিকুল আলম আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, তিনি জেনে বুঝেই এই তথ্য দিয়েছেন।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে একই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন