কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৩ ডিসেম্বর রাতে পৃথক অভিযানে বুড়িচং থানা ও দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেপ্তার করেছেন।
পুলিশ সূত্র জানায়, বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মতিউর রহমান খান রুমেলকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার এলাকায় নিজ বাসা থেকে ইউনিয়ন যুবলীগ নেতা মো. আবুল হাসেম শান্তকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, একই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেলকে চলতি বছরের ৫ আগস্টের পর এ পর্যন্ত তিনবার গ্রেপ্তার করল বুড়িচং থানা পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com