নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত বিশেষ ব্যবস্থার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে অবতরণের পর ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে তিনি এ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাই পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি প্রধান উপদেষ্টাসহ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এদিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তাকে সংবর্ধনা স্থলের কাছে আনা হয়। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি প্রবেশপথগুলোতে কড়াকড়ি তল্লাশি চালানো হয়। আয়োজকরা জানান, সার্বিক নিরাপত্তা বিবেচনায় রেখেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com