ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

মোস্তাফিজুর রহমান সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হয়। এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি।
রোববার (৪ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে আইসিসির আপত্তি নেই। তবে এমন সিদ্ধান্ত হলে টুর্নামেন্টের সূচিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে, যা আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করা সম্ভব।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল।
এর আগে ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারতে সফর করবে না। বিসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্ভূত উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে বোর্ড ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা এবং সরকারের পরামর্শের আলোকে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না।
এই সিদ্ধান্তের পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ ও উপযুক্ত ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করার জন্য। বোর্ডের মতে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে আইসিসির কাছ থেকে দ্রুত সাড়া ও সহমর্মিতা প্রত্যাশা করেছে বিসিবি।
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি আইসিসি বিবেচনা করছে বলে জানা গেছে। রোববার ছুটির দিন হওয়ায় আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সভা হয়নি। তবে ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতিবাচক এবং এক বা দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
