বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদের সাম্প্রতিক পাকিস্তান সফরের সময় দেশটির কাছ থেকে ‘জেএফ-১৭ ব্লক থ্রি’ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। এই যুদ্ধবিমানটি ‘জেএফ-১৭ থান্ডার’ নামেও পরিচিত।
পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্র জানান, যুদ্ধবিমান বিক্রির বিষয়ে বাংলাদেশের সঙ্গে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবের সিধুর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের বৈঠকে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান বাংলাদেশকে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের পাশাপাশি এ সংক্রান্ত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সম্ভাব্য জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
জেএফ-১৭ ব্লক থ্রি একটি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এতে আধুনিক রাডার ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংযোজন রয়েছে, যা এটিকে বিভিন্ন ধরনের যুদ্ধ মিশনে কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতা দেয়।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, চীনের সহযোগিতায় পাকিস্তান এই যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। হালকা ওজনের এই যুদ্ধবিমান ২০১৯ সালে এবং ২০২৪ সালের মে মাসে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সময় কার্যকারিতা প্রমাণ করেছে বলেও তারা মনে করেন।
পাকিস্তান ইতোমধ্যে আজারবাইজান, মিয়ানমার ও নাইজেরিয়ার কাছে এই যুদ্ধবিমান বিক্রি করেছে বলে ধারণা করা হয়। পাশাপাশি ইরাক ও লিবিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি নিয়ে সমঝোতায় পৌঁছেছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com