নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ০৫ ফেব্রুয়ারি, ২০১৮খ্রি: তারিখ রোজ সোমবার বিকেল: ৩-৩০ ঘটিকার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ তহবিলের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন সংস্থা(জিইউএস)’র আদর্শ সদর শাখাধীন ০৪ নং আমড়াতলী ইউনিয়নের অন্তর্গত বানাশুয়া মহিলা কেন্দ্রের (কেন্দ্র নং: ম- ৭৪) গৃহ ঋণী পারভীন বেগম এর এক গৃহ প্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেড, কুমিল্লা শাখার ভিপি এন্ড শাখা প্রধান মো: সোহেব ইমরান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এন্ড অন্ লাইন সংবাদ মাধ্যম সিটিভি নিউজ ২৪, কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা গৃহায়ণ কমিটির সদস্য-সচিব মোহাম্মদ ছায়েফ উদ্দিন। এতে ০১ জন গৃহ ঋণীসহ সংশ্লিষ্ট কেন্দ্রের ৪০ জন নারী সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ। একইসাথে উপস্থিত সদস্যগণ গৃহ ঋণের পাশাপাশি তাঁদের অন্যান্য কর্মসূচির সফলতার বর্ণনা দেন। পরে অতিথিগণ একে একে তাঁদের বক্তব্য রাখেন এবং তাঁরা গৃহায়ন কর্মসূচীসহ সংস্থার সকল প্রকার আয়-বৃদ্ধিমূলক কাজের উপর সন্তেুাষ প্রকাশ করেন। সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিইও বলেন, জিইউএস ০৩ জানুয়ারি, ২০১০খ্রি: হতে অদ্যাবধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের আর্থিক সহায়তায় কুমিল্লা সিটি কর্পোরেশনসহ ০৩ টি উপজেলার (আদর্শ সদর, বুড়িচং ও কুমিল্লা সদর দক্ষিণ) ১০ টি ইউনিয়নের ৬৩টি গ্রামে ৩৩৯টি গৃহ নির্মাণ করেছে। এর মধ্যে আদর্শ সদর উপজেলায়: ২৪৪ টি, বুড়িচং উপজেলায়: ৮৯ টি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়: ০৬টি)।
আগামী ০২ মাসের মধ্যে অত্র সংস্থা এলাকার সুবিধাবঞ্ছিত আরও ২৬টি গৃহহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। প্রতিটি গৃহের বর্তমান মূল্য ৭০,০০০ টাকা। গৃহ ঋণের সকল উপকারভোগীগণ এ ঘর তৈরীর পাশাপাশি মাথাপিছু ০১টি করে স্বাস্থ্যসম্মত পায়খানাও নির্মাণ করেন। ঋণের বার্ষিক সার্ভিস চার্জের হার ৫.৫০%, ঋণ আদায় ও পরিশোধের হার শতভাগ, ঋণের মেয়াদকাল ৫ বৎসর, ঋণ আদায়ের ধরণ সাপ্তাহিক এবং মোট আদায়যোগ্য কিস্তির সংখ্যা ২৩০টি। এরপর অতিথিগণ আড়াইওরা মহিলা কেন্দ্র নং: ম- ১৫ এর ঋণ গ্রহীতা হেলেনা বেগম এর মৃত্যুজনিত কারনে তাঁর নমিনী মোতাবেক ঋণীর স্বামী মো: আলম মিয়াকে বকেয়া সাধারণ ঋণ বাবদ ১৬,০৪০(ষোল হাজার চল্লিশ) টাকা মওকুফের পাশাপাশি ২,০০০(দুই হাজার) টাকা নগদ অনুদান প্রদান করেন। সর্বশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com