ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছে মেঘনা আলম।
তিনি এই আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসীরুদ্দীনকে আহ্বান জানাচ্ছি, আসুন উন্নত বিশ্বের মতো পাবলিকের সামনে একসঙ্গে গঠনমূলক ডিবেট করি। মানুষকে কম্পেয়ার করার সুযোগ দেই কাজে ও কথায় আসলে কে পারদর্শী।
অপর আরেকটি পোস্টে মেঘনা আলম লেখেন, আমার প্রচারণার সুযোগ সীমিত। কিন্তু যদি মানুষ আমাকে সত্যিকার অর্থে চিনত, আর যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করত, তাহলে নিশ্চিত বিজয়ী হতাম। আমি এমপি হলে মানুষ আগ্রহ নিয়ে সংসদ অধিবেশন দেখত, কারণ সেখানে বিষয়, যুক্তি ও দায়বদ্ধতা থাকত।
গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com