ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা রায়কে কেন্দ্র করে কুমিল্লা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে জেলায় ৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ছাড়াও জেলার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার বিকালে কুমিল্লায় আসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. একেএম মনির উজ জামান।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুৃল্লাহ আল মামুন জানান, জেলা সদর, দাউদকান্দি ও চৌদ্দগ্রামে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও জেলা সদরের গুরুত্বপূর্ণ সকল স্থানে, রেলওয়ে ও বাস স্টেশন এবং মহাসড়কসহ জেলার সকল উপজেলা পর্যায়ে অন্তত অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ স্থানে ৮ শতাধিক স্থানে পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com