আবদুর রহমানঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে উপজেলা ছাত্রলীগ। আজ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে। তাই সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
এর আগে আবদুর রাজ্জাক সুমনকে একদল মুখোশধারী অন্ত্রধারী সন্ত্রাসী অর্তকিত ভাবে দুপুরের খাবাররত আবস্থায় কুপিয়ে মারাত্বক জখম করে। রবিবার দুপুর ২টায় নাঙ্গলকোট বাজারের দ্বীন মোহাম্মদের রেস্তরায় এ ঘটনা ঘটে। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com