নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ইস্পাহানী স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্রসহ ২ জন নিহত হয়েছে।
শনিবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামের ফরিদ ভূইয়ার পুত্র ও ময়নামতি ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র মোঃ নাছির উদ্দিন ইমন (২০) এবং তার প্রাইভেটকার চালক ও বুড়িচংয়ের কংশনগর কামলা বাড়ীর হরমুজ মিয়ার পুত্র মোঃ রনি (২৩)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের এতবারপুর গ্রামের ফরিদ ভূইয়ার ছেলে ইমন কিছুদিন পূর্বে দুবাই বেড়াতে যায়। সেখান থেকে গতকাল শনিবার সকালে দেশে ফিরে ঢাকা এয়ারপোর্ট থেকে প্রাইভেটকার যোগে কুমিল্লার বুড়িচংয়ে নিজ বাড়িতে আসার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর সংলগ্ন গোমতা স্কুলের সামনে প্রাইভেট কারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাড়িটি সড়কের রোডডিভাইডারের সাথে ধাক্কা খেলে গাড়ীতে থাকা ইমন ও চালক রনি মহাসড়কে ছিটকে পড়ে।পথচারীরা এ সময় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই জীবন দুর্ঘটনায় চালকসহ দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com