মো. জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর এলাকা থেকে ৪শ’ত ৭০ বোতল ফেন্সেডিলসহ একটি প্রাইভেটকার আটক করে।
এদিকে ফাঁড়ী পুলিশ পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার দে জানান, গোপন সংবাদের বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ সকালে ফাঁড়ী এলাকায় রাস্তায় চেকপোষ্ট দিয়ে গাড়ীতে তল্লাসী চালায়। পুলিশ সকাল সাড়ে ১০ টায় বি-বাড়ীয়া গামী একটি সাদা রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ১৪-৬৮৫৮)’কে থামানোর সংকেত দিলে চালক সংকেত অমান্য কারে দ্রুত পালিয়ে যেতে থাকে। এসময় পুলিশ পিছন থেকে প্রাইভেটকারটিকে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে ৫ কিলোমিটার দুরে গিয়ে কংশনগর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের পাশে গাঁছের সাথে ধাক্কা খায়। এসময় গাড়ীর চালক ও তাঁর সাথে থাকা অপর এক সঙ্গী প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাসী চালিয়ে পিছনে বিশেষ কায়দায় রাখা আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৭০ বোতল ফেন্সেডিল উদ্ধার করে। পরে পুলিশ ফেন্সেডিলসহ গাড়ীটিকে ফাঁড়ীতে নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
এদিকে ফাঁড়ীর এস.আই মাইন উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ মোঃ রোস্তম আলী (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে ওই এলাকার মৃত আসমত আলীর ছেলে। পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com