ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১৫ মার্চ) । এই নির্বাচনে আ’লীগ সমর্থিত জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সাদা প্যানেল ‘হাসেম-হারুন’ পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট মনোনীত নীল প্যানেল ‘মোস্তফা কামাল - মোঃ গোলাম মোস্তফা’ পরিষদ নামে দু’টি প্যানেল ভোট যুদ্ধে রয়েছে।
দুই দলের প্রার্থীরা আনন্দমুখর পরিবেশে একাকার হয়ে শেষ মূহুর্তের প্রচারণায় রয়েছেন। নির্বাচনে সাদা প্যানেল ‘হাসেম-হারুন’ পরিষদ ও নীল প্যানেল ‘মোস্তফা কামাল - মোঃ গোলাম মোস্তফা’ পরিষদ নামে দুটি প্যানেলে ১৭টি পদে ৩৪জন প্রতিদ্বন্ধিতায় রয়েছেন। এ বছর ৯শ’ ৩৭ জন ভোটার রয়েছে। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে।
এদিকে, জেলা আইনজীবী সমিতি’র সাধারণ সম্পাদক ও ২০১৮-২০১৯ সেশনের নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক অ্যাড. সৈয়দ নুরুর রহমান জানান, আজ ১৫ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জেলা আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনে ১৭টি পদে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
ওই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে ইতিমধ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বছর ৯শ’ ৩৭ জন ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে সু-চিন্তিত মতামত প্রকাশ করতে পারবেন বলে আমি আশাবাদী। নির্বাচন পরিচালনা সাব কমিটির অন্যরা হলেন জেলা আইনজীবী সমিতি’র কোষাধ্যক্ষ অ্যাড. জাহাঙ্গীর আলম ভূইয়া ও সহকারি এনরোলম্যান্ট সেক্রেটারী অ্যাড. মোহাম্মদ বিল্লাল হোসেন ভূইয়া।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি’র অফিস সূত্রে জানা যায় আজ ১৫ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনে ১৭টি পদে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এর মধ্যে কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত আ’লীগ সমর্থিত প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. আবুল হাসেম খান, সহ-সভাপতি পদে অ্যাড. আলী আশরাফ (২) ও অ্যাড. মোঃ জুলফু মিয়া, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ হারুনর রশিদ, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ নেয়ামত উল্যাহ্ চৌধুরী (জামান), ট্রেজারার পদে অ্যাড. শাহ্জাহান সিরাজ, লাইব্রেরী সেক্রেটারি পদে অ্যাড. হালিমা বেগম, এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ শরীফ আহাম্মদ ভূইয়া, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী (দোলন), রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ সাইফুল ইসলাম ভূইয়া এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. মোঃ আজিজুল হক ভূইয়া, অ্যাড. মোঃ দিদারুল হক চৌধুরী, অ্যাড. মোসাম্মৎ হাছিনা আক্তার, অ্যাড. মোসাঃ মাহমুদা আফরীন, অ্যাড. মনিরা সুলতানা (শিপন), অ্যাড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অ্যাড. মোঃ শরীফুর রহমান মজুমদার (শিরন)।
অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট মনোনীত বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মোঃ মোস্তফা কামাল (১), সহ-সভাপতি পদে অ্যাড. মমতাজুল করিম ও অ্যাড. মোস্তফা কামাল (২), সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ গোলাম মোস্তফা (২), সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. আবদুস্ ছাত্তার, ট্রেজারার পদে অ্যাড. মোঃ ইলিয়াছ মজুমদার, লাইব্রেরী সেক্রেটারি পদে অ্যাড. মোঃ মোশারফ হোসেন খন্দকার, এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ আবু তাহের, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ শাহিদুল ইসলাম, রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ তাজুল ইসলাম এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. মোঃ আব্দুস সবুর, অ্যাড. মোঃ আল মামুন খন্দকার, অ্যাড. মোহাম্মদ এনামুল হক, অ্যাড. মোঃ এরশাদুল হক, অ্যাড. লতিফা বেগম (পিনু), অ্যাড. পারিজাত চন্দ্র সাহা ও অ্যাড. সৈয়দা ফারহানা হোসেন (তানিয়া)।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com