নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, শিক্ষা সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা এখন দেশবাসীর কাছে সুস্থধারার রাজনীতি চর্চার পাশাপাশি উন্নয়নের উদাহরন। সরকারের উন্নয়নের ধারায় কুমিল্লায় গত ৮ বছরে প্রায় ৮শ কোটি টাকার উন্নয়ন হয়েছে। শুধু পাঁচথুবী ইউনিয়নে ৪০ কোটি টাকার উন্নয়ন করেছি। দীর্ঘ ৪০ বছর প্রতিশ্র“তি দিলেও কেউ গোমতীর উপরে একটি ব্রীজ নির্মাণ করতে পারেনি। আমি এমপি নির্বাচিত হওয়ার পর টিক্কাচর ব্রীজসহ গোমতীর উপরে ৩টি ব্রীজ নির্মান করে অবহেলিত গোমতীর উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। গোলাবাড়ি ও চানপুর আরো দুটি ব্রীজের প্রকল্প নেওয়া হয়েছে। আমতলী থেকে বিবিরবাজার গোমতির পাড়ের রাস্তা উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থায় অ পরিবর্তন এনেছি। কুমিল্লা আদর্শ সদর উপজেলাকে গোমতী নদীর উত্তর পাড়ে স্থাপনের উদ্যেগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহনের কাজ চলছে। এখানে স্থাপিত হবে উপজেলা কমপেক্স এর পাশাপাশি আধুনিক হাসপাতাল ও চত্রখিল পাড়ির বদলে গোমতি নামের নতুন থানা। উপজেলা পরিষদ নদীর উত্তর পাড়ে স্থানান্তর হলে আমড়াতলী ও পাচথুবী শহরে পরিনত হবে।
গত মঙ্গলবার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বামইল স্কুল এন্ড কলেজে ৪তলা আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুবর্ণপুর স্কুল মাঠে অনুষ্ঠানে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী বাহার এসব কথা বলেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বামইল স্কুল এন্ড কলেজে ৪তলা বিশিষ্ঠ আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত ঝাকজমক পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দিন বাহার।
বামইল স্কুল এন্ড কলেজে সভাপতি মোঃ ফারুক-ই আজমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুজ্জামান, শিক্ষা প্রকৌশলী কুমিল্লা জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বামইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পুলিন চন্দ্র সরকার । অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো.জিয়াউল ইসলাম জীবন ।
পরে বেলা ১২ টায় সুবর্ণপুর বিদ্যালয় মাঠে পাঁচথুবী ইউনিয়নের ৪ নং.৫ নং ও ৬ নং ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুজ্জামান। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এলাকার সাধারন জনগন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এমপি বাহার বেশ কিছু সমস্যা তাৎক্ষনিকভাবে সমাধান করেন।
মধ্যাহ্ন বিরতির পর তিন ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে সভা করেন এমপি বাহার। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাছান হীরনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচি, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আদর্শ সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল ইসলাম রিন্টু, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন বাহালুল, কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী, হাজী মো.সেলিম, ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম,সাংস্কৃতিক সম্পাদক মেজবাহউদ্দিন ভূইয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাছান রাফি রাজু, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.জাহাঙাগীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com