মো. জাকির হোসেনঃ বসত ঘরের সিলিংয়ে চলন্ত জালি ফ্যান গরম হয়ে বিদ্যুতের আগুন লেগে গিয়ে মুহূর্তের মধ্যে ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে।
সরেজমিন এলাকা ঘুরে জানা যায়, উপজেলার শিদলাই দক্ষিণপাড়া গ্রামের মৃত ডাঃ আবদুল আলিমের বাড়ীতে গত মঙ্গলবার রাত আড়াইটায় বসত ঘরের চলন্ত জালি ফ্যান গরম হয়ে আগুন ধরে ঘরের সিলিংয়ে আগুন লেগে যায়। এসময় ঘরের মধ্যে ডাঃ আলিমের স্ত্রী লুৎফা বেগম (৫০), তার ছেলের স্ত্রী নুরজাহান বেগম (২৫) এবং নাতনী হিরা মনি (৮) ঘুমিয়েছিল। আগুন লাগার বিষয়টি টের পেয়ে তারা ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এসে প্রায় ৩ ঘন্টা সময়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ২৫ হাত লম্বা ও ১০ হাত প্রস্থ ৪ কক্ষ বিশিষ্ট বসত ঘরটি পুরে ছাই হয়ে যায়। এসময় ঘরের ভিতরে থাকা ষ্টীল আলমারি, ফ্রীজ, সুকেজ, টিভি, ৪টি খাট, চেয়ার টেবিল, আলনা, ওয়াডড্রপ, ড্রাম ভর্তি চাল, কয়েকটি কম্বল, কাপড়-চোপড়, লেপ তোষক, ২ ভরি স্বর্ণের গহনা, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। বিদ্যুতের আগুনে ঐ ঘরের বৈদ্যুতিক মিটারটি পুড়ে যায় এবং পাশের ঘরের অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ আবদুল মালেকের বৈদ্যুতিক মিটারটিও আগুনের তাপে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘরের মালিক লুৎফা বেগম দাবি করেন আগুনে তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com