নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার তিতাসের আ’লীগ নেতা হাজী মোঃ মনির হোসেন হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গতকাল সোমবার কুমিল্লা আদালতে মানববন্ধর করেছে আইনজিবীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকান্ডের ১৬ দিনেও আইন শৃঙ্খলা বাহিনী মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি। ফলে পরিবারের লোকজন ন্যায় বিচার পাবে কিনা এ নিয়ে সঙ্কিত আছেন। বক্তারা হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। মানববন্ধনে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, আইনজিবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নূরুল রহমান, বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা কামাল, এড. আন্নান, এড. মুহিন, এড. ফয়সাল, এড. সোনিয়া আক্তার, এড. কাদের, বাংলাদেশ আ’লীগ শিক্ষানবীস আইনজিবী পরিষদের কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ রাসেল আহাম্মদ ভূইয়া প্রমূখ।
উল্লেখ্য, গত ২৪ মার্চ শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার ভাটিপাড়া গ্রামে বিদ্যুতের লোডশেডিং চলাকালে বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে থাকার সময় দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি চালিয়ে মনিরকে হত্যা করে। তিনি জগতপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। রবিবার রাতে এ ঘটনায় নিহতের বড় ছেলে মোঃ মুক্তার হোসেন নাঈম ১৮ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com