নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছিল। জাতির অগ্রগতিকে থামিয়ে দিয়েছিল স্বাধীনতা বিরোধী চক্র। তাঁর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করেছিল। দেরীতে হলেও জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের জাতি নয়। দেশে-বিদেশে বাঙ্গালীরা আজ মর্যাদার আসনে রয়েছে। উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করাসহ দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এটা এখন সবাই উপলব্ধি করতে সক্ষম হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সাধারন জনগন সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।
মতবিনিময় সভার আগে সকালে প্রায় অর্ধ-কোটি টাকা ব্যায়ে ধনুয়াখলা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ২ কোটি ৫৫ লাখ টাকা টাকা ব্যয়ে ধনুয়াখলা ডিগ্রী কলেজের ৪ তলা আইসিটি ভবনের শুভ উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
সোমবার সকাল সাড়ে ১১ ধনুয়াখলা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে কালিরবাজার ইউনিয়নের ১ নং.২ নং ও ৩ নং ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুজ্জামান। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এলাকার সাধারন জনগন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এমপি বাহার বেশ কিছু সমস্যা তাৎক্ষনিকভাবে সমাধান করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আদর্শ সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বেগম বকুল,কালিরবাজার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো.সেকান্দর আলী, ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল,কাজী খোরশেদ আলম, কেটিসিসিএ লি.এর পরিচালক জোনায়েদ শিকদার তপু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন, কৃষি ও সমবায় বিষয়ক মো.আলমগীর হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোরশেদ শাহীন শাকিল,আইন সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল ইসলাম রিন্টু,যুগ্ম-আহবায়ক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়া,সাধারন সম্পাদক মো.ইউনুছ,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান টিটু ,হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com