কুমিল্লা ধর্মসাগরে মাছ ধরার উৎসব

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা নগরীর ধর্মসাগরে বড়শি দিয়ে মাছ ধরার উত্সবে মেতে ওঠেছে কয়েক শ মত্স্য শিকারি। ধর্মসাগরপাড়ে উত্সবকে কেন্দ্র করে মাছ শিকারিদের মিলনমেলায় পরিণত হয়েছে।

শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে মাছ ধরা। চলবে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই মাছ ধরার উৎসবে বড়শিতে ধরা পড়ছে রুই, কাতল, ব্রিগেড, মৃগেল, তেলাপিয়া, কালবাউশ, পাঙাশসহ দেশি প্রজাতির মাছ।

সরেজমিনে দেখা যায়, ধর্মসাগরের তিন পাড়ে বাঁশ ও কাঠের গুঁড়ি দিয়ে প্রায় ১ শত মাচা করা হয়েছে। প্রতিটি মাচায় সর্বনিম্ন ৫ জন থেকে সর্বোচ্চ ৮ জন পর্যন্ত মাছ ধরতে বসেছেন। প্রতি মাচার ফি ১১ হাজার টাকা করে। ৭০ টি মাচায় অন্তত ৪০০ মত্স্য শিকারি অংশ নেন।

ধর্মসাগরের পশ্চিম পাড়, রানীরকুঠিরের লাগোয়া উত্তর পাড় এবং কুমিল্লা জিলা স্কুলের লাগোয়া পূর্ব পাড় ঘুরে নানা বয়সী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে পানি বেশি থাকায় মাছ তেমন ধরা পড়েনি। মাছেরা এতে মাঝখানে ছোটাছুটি করায় তীরের দিকে কম এসেছে।

অন্তত পাঁচজন মত্স্য শিকারি নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, যে আশা নিয়ে তাঁরা মাছ শিকারে এসেছিলেন, তা পূরণ হয়নি। কম মাছ ধরা পড়েছে। খরচ ওঠেনি। তবে আনন্দ হয়েছে।

ফেনী থেকে আসা মত্স্য শিকারি মোহাম্মদ রাসেল বলেন, ‘মাঝারি ও ছোট আকৃতির মাছের সংখ্যা বেশি। কেবল একজন আট কেজি ওজনের ব্রিগেড পেয়েছেন বলে শুনেছি।’

আরো পড়ুন