কুমিল্লায় চেয়ারম্যানের ভাতিজার গুলিতে যুবক আহত

কুমিল্লার দাউদকান্দি থানার ইলিয়াটগঞ্জ বাজার এলাকায় ইব্রাহিম সরকার (২৭) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের ভাতিজার বিরুদ্ধে। গুলি ছোড়া ওই যুবকের নাম সোহরাব হোসেন (৩০)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পিস্তলের গুলিতে আহত হন ইব্রাহিম। তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ইব্রাহিম সরকার বলেন, আমার মাছের প্রোজেক্ট আছে। আমার তালই সাবেক ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করবে। আমরা কুশিয়ারা বাজারে অবস্থান করছিলাম। হঠাৎ বর্তমান চেয়ারম্যান জসীমের ভাতিজা সোহরাব হোসেন পিস্তল বের করে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমার বাম পাশে কোমরের নিচে গুলি লাগে। গুলি এখনো ভেতরে আছে। অপারেশন করে গুলি বের করতে হবে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক।

আহতের চাচা মো. শওকত জানান, আমরা যাতে নির্বাচন করতে না পারি সেজন্য তারা আমাদের ওপর গুলি চালিয়েছে। তারা বর্তমানে চেয়ারম্যান। সেই ক্ষমতায় আমার ভাতিজার উপর গুলি চালিয়েছে জসীম চেয়ারম্যানের ভাতিজা সোহরাব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে।

আরো পড়ুন