অপরিকল্পিত নগরায়ণ; হুমকিতে কুমিল্লা- সচেতনতা থেকে সমন্বিত উদ্যোগ” শীর্ষক গোলটেবিল বৈঠক

“অপরিকল্পিত নগরায়ণ; হুমকিতে কুমিল্লা- সচেতনতা থেকে সমন্বিত উদ্যোগ” শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে অ্যালায়েন্স ফর কেয়ার এন্ড ইকুইটি (এইস)। নগরীর চকবাজারে একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে নগর সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, কঠোর নীতি বাস্তবায়ন এবং নাগরিক অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বলা হয়, অপরিকল্পিত নগরায়ণ কেবল অবকাঠামোগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই সংকট মোকাবিলায় একক কোনো উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সরকার, স্থানীয় প্রশাসন, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টা। বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বাপা’র কেন্দ্রীয় সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন।
কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক, শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, সুশীল সমাজ, তরুণ সমাজ, ও গণমাধ্যমকর্মীরা এই বৈঠকে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণের ফলে কুমিল্লায় যত্রতত্র ভবন নির্মাণ, খাল ও জলাধার ভরাট, জলাবদ্ধতা, তীব্র যানজট, সবুজ উন্মুক্ত স্থান হ্রাস এবং ঐতিহ্যবাহী স্থাপনার ঝুঁকি বাড়ছে। এসব সমস্যা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং নগর ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতার প্রতিফলন।
অংশগ্রহণকারীরা কুমিল্লার জন্য একটি হালনাগাদ ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন, খাল ও জলাধার সংরক্ষণে জিরো টলারেন্স নীতি, আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থা সংযোজন এবং নগর ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি সহ নানাবিধ সুপারিশ করেন।
এইস-এর প্রধান নির্বাহী পরিচালক সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, এই গোলটেবিল বৈঠকের উদ্দেশ্য কেবল সমস্যা চিহ্নিত করা নয়; বরং বাস্তবসম্মত সমাধান ও নীতিগত দিকনির্দেশনা নির্ধারণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের ভিত্তি তৈরি করা। আলোচনার সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল করীম, বার্ড-এর পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা, শিশু বিশেষজ্ঞ ও বিএমএ (কুমিল্লা) এর সাবেক সভাপতি ডাঃ ইকবাল আনোয়ার, বাপা (কুমিল্লা জেলা) এর সভাপতি বদরুল হুদা জেনু ও সাধারণ সম্পাদক ও কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবীর মাসউদ, সান মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান ডাঃ আব্দুল লতিফ, সুজন (কুমিল্লা জেলা)-র সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর ও সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি জামাল আহমেদ, জেলারক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রভাষক শামীম আহমেদ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক জিয়া উদ্দিন, বাসস এর বিশেষ প্রতিনিধি হাসান কামরুল, সোহানুর রহমান সোহাগ, আব্দুর রহিম, হাসান মাহমুদ তারেক, সাইফুল ইসলাম সাইফ, শফিকুল ইসলাম সহ আরও অনেকে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লাকে একটি বাসযোগ্য, নিরাপদ ও টেকসই নগর হিসেবে গড়ে তোলা সম্ভব ।
