চান্দিনা ও দাউদকান্দিতে দুটি হাসপাতাল বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া হাসপাতালের কার্যক্রম পরিচালনার অভিযোগে কুমিল্লার দুটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ জেলার দাউদকান্দির অ্যাপোলো প্লাস হাসপাতাল এবং চান্দিনার মেডিনোভা হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। মঙ্গলবার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান আকস্মিকভাবে ওই দুটি হাসপাতালে অভিযান চালান। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল দুটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জানান, অন্যান্য উপজেলায়ও অনুরুপ অনেক অবৈধ হাসপাতাল রয়েছে। তাই স্বাস্থ্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।