কুমিল্লায় স্কুলছাত্র হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া দুই আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর একজনকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (৪ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন-কুমিল্লার মুরাদনগর উপজেলার আসাদপুরের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আকিমুল হক মধু ও আবদুর রহমান। খালাস দেওয়া হয় মো. সোহেলকে। রায়ের সময় সোহেল, আকিমুল হক মধু, আবদুর রহমান ও খালাসপ্রাপ্ত সোহেল উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

আরো পড়ুন