কুমিল্লায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৭ কিশোর

কুমিল্লার দেবিদ্বারে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ২৭ কিশোরকে পুরস্কৃত করল নুরপুর আলোর শক্তি নামের একটি সংগঠন।

গত শুক্রবার (১০ মার্চ) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে পুরো এলাকায়।

সোমবার (১৩ মার্চ) নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের সভাপতি আল আমিন পাটোয়ারি ঢাকা পোস্টকে বলেন, কয়েকদিন আগে নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশন বিভিন্ন পাড়া মহল্লায় ঘোষণা দিয়েছিল ১৫ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। ওই ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু-কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামায়াতে নামাজ পড়েছে, এমন ২৯ জনের মধ্যে ৫ জনকে বাইসাইকেল, ১৪ জনকে ডিনার সেট, ১০টি জায়নামাজসহ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তিনি বলেন, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকায় এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন