কুমিল্লার নাঙ্গলকোটের দুই ছেলের ভয়ে থানায় বাবা

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মগুয়া গ্রামের শামছুল আলম ও দিদারুল আলম মাসুদ নামে দুই ছেলের ক্রমাগত হামলা, মামলা ও প্রাণনাশের হুমকিতে ভয়ে নাঙ্গলকোট থানায় হাজির হয়েছেন বাবা নুরুল হক। তিনি ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী নুরুল হক পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। তার অভিযোগের জেরে শুক্রবার সকালে ছোট ছেলের বাড়ির মাটি এক্সকেভেটর দিয়ে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এতে বাধা দিলে অভিযুক্তরা সন্ত্রাসীদের দিয়ে আক্রমণ চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবা ডা. নুরুল হকের সম্পত্তি লিখে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে শামছুল আলম ও দিদারুল আলম মাসুদ। এতে রাজি না হওয়ায় বাবাকে বারবার আক্রমণ ও হত্যার হুমকি দিয়ে আসছে। এছাড়া দুই ভাইয়ের সঙ্গে একমত না হওয়ায় বড় ভাই নুরুল আলম ও ছোট ভাই মনজুরুল আলমের ওপর কয়েক দফা হামলা চালায় তারা।

ভুক্তভোগী ডা. নুরুল হক বলেন, আমি, আমার ছেলে মনজুরুল আলম ও নুরুল আলম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা আমাদের মেরে ফেলতে পারে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

নাঙ্গলকোট থানার এসআই ইয়ামিন সুমন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে।

আরো পড়ুন