কুমিল্লায় বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

কুমিল্লায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফরিদ মিয়া। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

মো. আবু তাহের নামের একজন প্রত্যক্ষদর্শী নিউজবাংলাকে জানান, ৫৪ বছর বয়সী ফরিদের প্রতিবেশী রুহুল আমিনের কলেজপড়ুয়া ছেলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সকালে রুহুল আমিনের কাছে বিষয়টি জানাতে যান ফরিদ। এতে রুহুল আমিন ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ফরিদকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফরিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সন্ধ্যায় ফরিদের স্ত্রী কোহিনুর বেগম ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন