কুমিল্লায় মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ, ৩ দিনেও বাড়ি ফেরেনি চার বোন

কুমিল্লার নাঙ্গলকোটে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন চার বোন। শনিবারও তারা বাড়ি ফেরেনি।

এ ঘটনায় শুক্রবার রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ তাদের বাবা মজিবুল হক। এর আগে, বৃহস্পতিবার তারা নিখোঁজ হন।

স্বজনরা জানান, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের চার মেয়ে। এর মধ্যে ১৭ বছর বয়সী তাসনিম জাহান, ১৪ বছরের মারজাহান, ১২ বছরের তাজিন সুলতানা নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার ছাত্রী। আর ছয় বছরের মাইশা সুলতানা নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদরাসার ছাত্রী। বুধবার একই ইউনিয়নের নারুয়া গ্রামের নানাবাড়িতে বেড়াতে যান চার বোন।

পরদিন সকাল ৯টার দিকে নানাবাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হন তারা। এরপর তাদের কেউ বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। চার মেয়েকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসন ও সবার সহযোগিতা চেয়েছে নিখোঁজ মেয়েদের পরিবার।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। নিখোঁজদের উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ।

আরো পড়ুন