দেড় বছর পর কুমিল্লায় করোনা আক্রান্ত শূন্য

কুমিল্লায় প্রায় দেড় বছর পর করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। শনিবার (১৬ অক্টোবর) ৪২৫টি নমুনা পরীক্ষার ফলাফলে কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এছাড়াও করোনায় আক্রান্ত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যায়নি।

সন্ধ্যায় এ তথ্য জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। তিনি বলেন, দেড় পর কেউ আক্রান্ত না হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঝুঁকিমুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

সিভিল সার্জন অফিস জানায়, কুমিল্লায় এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিপরীতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯ জন। শনিবারও সুস্থ হয়েছেন ২৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৪ জন।

করোনা সংক্রমণে জেলায় ৯৪৯ জন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

আরো পড়ুন