প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

গোলাম কিবরিয়া: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লার নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।
মঙ্গলবার সকাল ৭ টায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ,কুমিল্লার রিজিওনাল ডিরেক্টর ড.মোহাম্মদ আতাউর রহমানের নেতৃত্ব ময়নামতি জাদুঘরের সামনে থেকে স্বাধীনতা দিবসের র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় দিনের প্রথম কর্মসূচী।
দুপুর ১২ টায় স্থানীয় স্বনামধন্য তিনটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পী মিজানুর রহমান ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ।
উল্লেখ্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা প্রতিবছর জাতীয় দিনগুলো নানা ধরনের আয়োজনের মাধ্যেমে উদযাপন করে থাকে।
2 Attachments

আরো পড়ুন