লাকসামে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী

লাকসাম প্রতিনিধিঃ স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দারিদ্রের হার কমিয়ে মাথাপিছু আয় বাড়ানোর লক্ষ্যেও কাজ করছে বর্তমান সরকার। অল্প কিছু সময়ের মধ্যে এ দেশের মানুষ দারিদ্রমুক্ত করা হবে। সরকারের এ আমলেই শতভাগ উন্নয়ন পৌঁছে যাবে সবার ঘরে ঘরে। আগামী ৫বছর হবে বিশ্বে বাংলাদেশের চমক সৃষ্টির ৫বছর। দেশে বর্তমানে অনেক গুলো মেগা প্রকল্প চলমান রয়েছে। এগুলো বাস্তবায়িত হলে আমাদের জীবনমান আরো অনেক উন্নত হবে। দেশের সুবিধা বি ত ও প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে।

গতকাল শুক্রবার সকালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে লাকসাম পৌরসভা ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের পৌরসভার বর্ধিত বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, অসচ্ছল, প্রতিবন্ধীদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ওস্তাদ-সাগরেদ এর মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী সরকারের উন্নয়নে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। অ লভিত্তিক বৈষম্য কমে আসছে। জনগণ যেনো উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায়, সেদিকে লক্ষ্য রেখে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আর লাকসাম-মনোহরগঞ্জের বাকী উন্নয়নে যা প্রয়োজন তা করা হচ্ছে। এখন থেকে কেউ আর কষ্টে দিনাতিপাত করবে না। যেখানে যার যা প্রয়োজন আমরা সেখানে তা পৌঁছে দেব।

তিনি আরো বলেন, বিশ্বের অনেক মুসলিম সংখ্যাগরিষ্ট দেশে যখন সামাজিক অস্থিরতা বিরাজ করছে সেখানে আমাদের ভাল থাকার বিষয়টি অনেকেই সহ্য করতে পারছেনা। তাই অশুভ শক্তিরা আমাদের দেশে সামাজিক অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে।

অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবা উপ-পরিচালক জেড.এম মিজানুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) ইমরান রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা যুবলীগ সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, প্যানেল মেয়র-২ আবদুল আলীম দিদার, চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম প্রমুখ।

আরো পড়ুন