সদর দক্ষিণে যুবলীগ নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণের ১নং বিজয়পুর ইউনিয়নের যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ সানন্দা গ্রামবাসির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভূগিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১নং বিজয়পুর ইউনিয়ন যুবলীগ নেতা আলমগীর হোসেন বলেন, গত ২০ এপ্রিল বিকেল ৫টায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা বড় মসজিদের সামনে ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে মহিন (১৫) কে পার্শ্ববর্তী সালমানপুর গ্রামের জাহাঙ্গীর আলম স্বপনের ছেলে জুয়েল তার দলবল নিয়ে এসে ব্যাপক মারধর করে। স্থানীয়রা মারধরের বিষয়টি মিমাংসা করতে এগিয়ে আসলে সালমানপুর গ্রামের স্বপন মিয়ার তিন ছেলে জুয়েল,তোফায়েল,রোবেল এর নেতৃত্বে ১০/১৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে সানন্দা গ্রামবাসির উপর হামলা চালায়। সালমানপুর গ্রামের স্বপন মিয়ার তিন ছেলে কর্তৃক সানন্দা গ্রামবাসির উপর হামলার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ৩০ এপ্রিল জাহাঙ্গীর আলম স্বপন উল্টো সানন্দা গ্রামের মোঃ ওহাব, মোবারক হোসেন, মোঃ এয়াকুব আলী, মহসিন, মোঃ আলমগীর হোসেন ও সোহেল এর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ০৯নং আমলী আদালতে একটি মামলা দায়ের করে। মামলা নং-সিআর ২১৪। উক্ত মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত বলে গ্রামবাসির দাবি। বাদিপক্ষ প্রতিদিন মোটর সাইকেল বহর ও অস্ত্র নিয়ে পুরো সানন্দা গ্রামে আতংক সৃষ্টি করছে। বর্তমানে গ্রামের লোকজন নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনিত অনুরোধ জানাচ্ছি।