বুড়িচংয়ে পুলিশের অভিযানে বিএনপি’র ৬নেতা কর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচং থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ গত ২দিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্র দলের ৬জন নেতা কর্মীকে গ্রেফতার করে । বুড়িচং থানা পুলিশ আটক কৃতদেরকে কুমিল্লা কোর্টে মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানান বুড়িচং থানার এস আই ইয়াছিন মিয়া,এ এস আই মহি উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের গ্রামে বৃহস্পতিবার রাত ২.৩০মিনিটে অভিযান চালায় । এসময় বুড়িচং উপজেলা রাজাপুর ইউপি’র যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য মো: মিজানুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানান মিজানুর রহমান বুড়িচং থানার পুলিশ আক্রান্ত মামলার আসামী ।
অপর দিকে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র ৫ নেতা কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হল ময়নামতি ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যক্ষ সালাহ উদ্দিন (৪৫),একই ইউনিয়নের ছাত্র দলের সভাপতি মো: শাহ জাহান মাষ্টার,বিএনপি’র নেতা মো: আনোয়ার হোসেন,মো: মোসাদ্দেক হোসেন,বিল্লাল হোসেন।বুড়িচং থানা পুলিশ আটক কৃতদেরকে কুমিল্লা র্কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।